মালয় ভাষার বর্ণমালাগুলো কিভাবে উচ্চারন করবেন এ সম্পর্কিত একটি ভিডিওঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
মালয় ভাষার বর্ণমালাগুলো মুলত ল্যাটিন বর্ণমালা (২৬ টি বর্ণমালা যা ইংরেজী ভাষায় ব্যবহৃত হয়) বর্ণমালা। এছাড়া আরবী হরফেও মালয় ভাষা লিখিত হয় তবে এটা এখন আর প্রচলিত নেই, আরবী হরফে মালয় ভাষার লিখিত রুপকে Jawi Script বলা হয়ে থাকে।
নিচে ল্যাটিন বর্নমালাগুলো এবং এদের উচ্চারন কেমন হবে তা দেয়া হলঃ
(উল্লেখ্য ইংরেজীর মতই বড় হাতের বর্ণ ও ছোট হাতের বর্ণ ইংরেজী ভাষার মত একই নিয়মে লিখা হয়)
A/a = এ [শব্দে উচ্চারণ = আ] [যেমন “Allah”]
B/b = বি [শব্দে উচ্চারণ = ব] [যেমন "big", "Bob"]
C/c = সি [শব্দে উচ্চারণ = চ] [যেমন "cawan"]
D/d = ডি [শব্দে উচ্চারণ = ড] [যেমন "Doctor"]
E/e = ই [শব্দে উচ্চারণ = ই] [যেমন "English"]
F/f = এফ [শব্দে উচ্চারণ = ফ] [যেমন "fun"]
G/g = জি [শব্দে উচ্চারণ = গ] [যেমন "good"]
H/h = এইচ [শব্দে উচ্চারণ = হ] [যেমন "Hotel"]
I/i = আই [শব্দে উচ্চারণ = ই] [যেমন "ink"]
J/j = জে [শব্দে উচ্চারণ = জ] [যেমন "job"]
G/g = জি [শব্দে উচ্চারণ = গ] [যেমন "good"]
H/h = এইচ [শব্দে উচ্চারণ = হ] [যেমন "Hotel"]
I/i = আই [শব্দে উচ্চারণ = ই] [যেমন "ink"]
J/j = জে [শব্দে উচ্চারণ = জ] [যেমন "job"]
K/k = কে [শব্দে উচ্চারণ = ক] [যেমন "kite"]
L/l = এল [শব্দে উচ্চারণ = ল] [যেমন "long"]
M/m = এম [শব্দে উচ্চারণ = ম] [যেমন "money"]
N/n = এন [শব্দে উচ্চারণ = ন] [যেমন "name"]
O/o = ও [শব্দে উচ্চারণ = অ/ও] [যেমন "only"]
N/n = এন [শব্দে উচ্চারণ = ন] [যেমন "name"]
O/o = ও [শব্দে উচ্চারণ = অ/ও] [যেমন "only"]
P/p = পি [শব্দে উচ্চারণ = প] [যেমন "pen"]
Q/q = কিউ [শব্দে উচ্চারণ = ক] [যেমন "quit"]
R/r = আর [শব্দে উচ্চারণ = র] [যেমন "ring"]
S/s = এস [শব্দে উচ্চারণ = স] [যেমন "son"]
T/t = টি [শব্দে উচ্চারণ = ট] [যেমন "Tom"]
U/u = ইউ [শব্দে উচ্চারণ = উ] [যেমন "put"]
V/v = ভি [শব্দে উচ্চারণ = ভ] [যেমন "cawan"]
W/w = ডব্লিউ [শব্দে উচ্চারণ = ওয়া/ওয়ি] [যেমন "water"]
X/x = এক্স [শব্দে উচ্চারণ = ক্স/ক্ষ] [যেমন ""]
Y/y = ওয়াই [শব্দে উচ্চারণ = ইয়া/ইয়ে] [যেমন "yellow"]
Z/z = যেড [শব্দে উচ্চারণ = য] [যেমন "zebra"]
এছাড়াও নিচের যুক্তাক্ষরগুলো ব্যবহৃত হয় -
dz as “th” in “that”
kh as “ch” in “loch”
Ua as “ua”
Ny as “ñ” in the “español”
Ng as “ng” in the “sing”
Ngg as in “singing girl”
Sy as in “sh”
No comments:
Post a Comment