মূল শব্দঃ Yang
উচ্চারণঃ ইয়াং;
অর্থঃ যে; এটা; সেই; ঐ; ঐটা; যেই; যেটা; যাহা; সেইটি; কোন;
ইংরেজীঃ that; the; which;
উদাহরণঃ
# Buku yang saya beli kelmarin sangat berguna.
# যে বইটা আমি গতকাল কিনেছিলাম খুবই দরকারি বই।
# Buku yang mana?
# কোন বইটা?
# Buku yang berwarna merah.
# যে বইটা লাল রঙ্গের।
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
আমাদের ইচ্ছা অন্তত ৫০০০ থেকে ৭০০০ শব্দ দিয়ে একটি নির্ভরযোগ্য অভিধান সম্পাদনা করা। শুধু অভিধানই নয়, এই সাইটটিকে মালয় ভাষা শিক্ষার একটা অনলাইন পোর্টাল হিসেবে তৈরী করার উদ্দেশ্যে এখানে আমরা ক্রমে ক্রমে অনেক উদাহরন বাক্য সংযোজিত করে শব্দের ব্যবহারিক দিকটা একেবারে স্পষ্ট করে তুলার চেষ্ট করব। সাথে ছবি, অডিও ও ভিডিও সংযোজিত করার ইচ্ছাও আমাদের আছে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment