![]() |
Zaman - জামান - কাল |
মূল শব্দঃ Zaman
উচ্চারণঃ জামান;অর্থঃ যুগ; কাল; আমল;
ইংরেজীঃ age; period;
সংশ্লিষ্ট শব্দঃ
- zaman ais = বরফ যুগ [ice age];
- zaman batu = প্রস্তর যুগ [stone age];
- zaman pertengahan = মধ্যযুগীয় [middle age];
- zaman penjajahan British = বৃটিশ পিরিয়ড [British colonial time];
- ketinggalan zaman = সেকেলে [out of date];
- zaman-berzaman = যুগের পর যুগ [through the ages];
- berzaman-zaman = যুগব্যাপিয়া, অনেককাল ধরে, বহুদিন যাবত [for ages];
# Rumah itu dibiarkan kosong berzaman-zaman lamanya;
# এই বাড়ীটা বহুদিন ধরে খালি পড়ে আছে;
* Malay Language & Bengali Language *
Malay to Bengali Dictionary:
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment