![]() |
চেপাট - চটপট |
উচ্চারণঃ চেপাট;
অর্থঃ ত্বরিত; চটপট; প্রাণবন্ত; দ্রুত;
ইংরেজীঃ quick;
সংশ্লিষ্ট শব্দঃ
- cepat tangan = হাতটানওয়ালা লোক; হাতের কাজে পারদর্শী;
- cepat marah = দ্রুত রেগে যাওয়া; বদমেজাজি;
- dengan cepat = চটজলদি; দ্রুততার সাথে; চট করে;
- mencepatkan = ত্বরান্বিত করা বা হওয়া;
# Cepatlah!
# তাড়াতাড়ি করুন!
# Dia datang cepat.
# তিনি তাড়াতাড়ি এসেছেন।
* Malay Language & Bengali Language *
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment