![]() |
তারিখ |
উচ্চারণঃ তারিখ;
অর্থঃ তারিখ; ডেইট;
ইংরেজীঃ date;
সংশ্লিষ্ট শব্দঃ
- tarikh lahir = জন্ম দিবস;
- bertarikh - উল্লিখিত বা নির্দিষ্ট দিনে;
- Isnin = সোমবার;
- Selasa = মঙ্গলবার;
- Rabu = বুধবার;
- Khamis = বৃহস্পতিবার;
- Jumaat = শুক্রবার;
- Sabtu = শনিবার;
- Ahad = রবিবার;
# Sepucuk surat yang bertarikh 1st Mei 2018.
# এই চিঠিটার তারিখ ছিল পহেলা মে ২০১৮।
প্রশ্ন
* bila = কখন;
উত্তর হতে পারে-
* pada hari Isnin = সোমবারে;
* setiap hari Isnin = প্রত্যেক সোমবারে;
* hari Selasa lepas = গত মঙ্গলবারে;
* hari Jumaat depan = আগামি শুক্রবার;
* Malay Language & Bengali Language *
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment