Search This Blog

tahu

Tahu - জানা
Tahu (তাহু) - জানা


মূল শব্দঃ Tahu  

নোটঃ tahu = জানা, এই ক্রীয়াবাচক শব্দটির সংক্ষেপিত রুপ 'tau';  কথা বলার ক্ষেত্রে বা সোস্যাল মিডিয়ায় লিখার সময় 'tau (তাউ)' লিখা হয়;

উচ্চারণঃ তাহু;
অর্থঃ ১. জানা; চেনা; জানতে; চিনতে;
      ২. সয়া পনির (সয়াবিন দিয়ে বানানো পনির) *নীচের ছবিঃ
ইংরেজীঃ 1. to know; 2. soya (bean curd)

 উদাহরণঃ 
# Jangan lambat tau...
   [জাঙ্গান লামবাৎ তাউ]
# জানতে দেরী করবেন না...
(উপরের বাক্যটি পন্য মার্কেটিং এর ভাষা - জানতে দেরী করবেন না...। মানে এক্ষুনি কিনুন।)

# Saya tak tahu  /* Saya ta tau

   [সায়া তা(ক) তাহু  /* বলার সময় এভাবে বলা হয় - সায়া তা তাউ]
# আমি জানি না;

   নোটঃ   

Tidak = না;
Tahu = জানা;
Tidak tahu = না জানা;

 সংক্ষেপিত রুপঃ 
Tidak => Tak;
Tahu => Tau
Tak tau = Ta'tau = না জানা; (কথপোকথনে "K" উচ্চারণ করে না)
 উদাহরণঃ 
A: Karim mana? (করিম কোথায়?)
B: Saya ta'tau. (আমি জানি না।)

Tahu শব্দটির আরেকটি অর্থ বলেছি 'সয়াবিন দিয়ে বানানো পনির', দ্রষ্টব্য নীচের ছবি


https://malayvasha.blogspot.com
Tahu = সয়া পনির



এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।

আমাদের ইচ্ছা অন্তত ৫০০০ থেকে ৭০০০ শব্দ দিয়ে একটি নির্ভরযোগ্য অভিধান সম্পাদনা করা। শুধু অভিধানই নয়, এই সাইটটিকে মালয় ভাষা শিক্ষার একটা অনলাইন পোর্টাল হিসেবে তৈরী করার উদ্দেশ্যে এখানে আমরা ক্রমে ক্রমে অনেক উদাহরন বাক্য সংযোজিত করে শব্দের ব্যবহারিক দিকটা একেবারে স্পষ্ট করে তুলার চেষ্ট করব। সাথে ছবি, অডিও ও ভিডিও সংযোজিত করার ইচ্ছাও আমাদের আছে। 

বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।

আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ

আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay



No comments:

Post a Comment

Malayvasha-Quiz-001

Malayvasha-Quiz-001 Locations আসুন স্থান সংক্রান্ত কয়েকটি শব্দ অনুশীলন করি Bengkel factory workshop bathroom storeroom Makmal p...