মূল শব্দঃ Mempunyai
উচ্চারণঃ মেম্পুনিয়াই;
অর্থঃ আছে; থাকা; আয়ত্ত; অর্জন;
ইংরেজীঃ have; possess;
উদাহরণঃ
Alam: Hai Tumpa, adakah kita mempunyai kelas pada hari ini?
[হাই টুম্পা, আদাকাহ কিতা মেম্পুনিয়াই কেলাস পাদা হারি ইনি?]
আলম : হাই টুম্পা, আজ কি আমাদের ক্লাস আছে?
Tumpa: Tidak. Kita tidak mempunyai kelas pada hari ini, Alam.
[তিদাক। কিতা তিদাকমেম্পুনিয়াই তিদাক কেলাস পাদা হারি ইনি, আলম।]
টুম্পা: না, আমাদের আজ কনো ক্লাস নাই, আলম।
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
আমাদের ইচ্ছা অন্তত ৫০০০ থেকে ৭০০০ শব্দ দিয়ে একটি নির্ভরযোগ্য অভিধান সম্পাদনা করা। শুধু অভিধানই নয়, এই সাইটটিকে মালয় ভাষা শিক্ষার একটা অনলাইন পোর্টাল হিসেবে তৈরী করার উদ্দেশ্যে এখানে আমরা ক্রমে ক্রমে অনেক উদাহরন বাক্য সংযোজিত করে শব্দের ব্যবহারিক দিকটা একেবারে স্পষ্ট করে তুলার চেষ্ট করব। সাথে ছবি, অডিও ও ভিডিও সংযোজিত করার ইচ্ছাও আমাদের আছে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment