Search This Blog

Malay Language - Lesson 1: Greetings

মালয় ভাষায় শুভেচ্ছা বিনিময়:

প্রথমে বলে নেই সম্ভাসন কথাটিকে মালয় ভাষায় "উচাপান উচাপান সালাম (ucapan ucapan salam)" বলে অথবা সংক্ষেপে "সালাম" বলা হয়, এবং প্রথম সম্ভাসনটা হল 'আসসালামু আলাইকুম'। আমাদের দেশেও মুসলিম সমাজে সাধারনভাবে সালামের মাধ্যমেই প্রথম সম্ভাসনটা বিনিময় করি। সালাম আদান-প্রদানের পরে অথবা সাক্ষাতের অন্যপক্ষ যদি মুসলিম না হয় তাহলে অন্য কোন সম্ভাসনের মাধ্যমে আলাপ-চারিতা শুরু হয়।


নীচে সচরাচর ব্যবহৃত শুভেচ্ছাবাক্য বা সম্ভাসনগুলো উল্লেখ করলামঃ 


😃 Selamat pagi = শুভ সকাল;
😃 Selamat tengah hari/siang = শুভ অপরাহ্ন;
😃 Selamat petang/malam = শুভ সন্ধ্যা;
😃 Selamat malam/tidur = শুভ রাত্রি;
😃 Selamat tinggal = বিদায়; বাই বাই;
😃 Selamat Tahun Baru = শুভ নববর্ষ;
😃 Selamat Hari Natal =  মেরি ক্রীসমাস;
😃 Selamat Hari Raya = ঈদ মোবারক;
😃 Selamat Ulang Tahun = শুভ বার্ষিকী!
😃 Selamat Hari Lahir = শুভ জন্মদিন!
😃 Selamat Belajar = শুভ পড়ালেখা!
😃 Selamat Jalan = যাত্রা শুভ হউক!
😃 Selamat Tidur = শুভ রাত্রি!
😃 Semoga bermimpi indah = সুন্দর স্বপ্ন দেখুন!
😃 Selamat berpergian = শুভ যাত্রা!
😃 Selamat berbahagia = অভিনন্দন!
😃 Selamat atas lulus ujian anda = পরীক্ষায় পাশ করায় অভিনন্দন!
😃 Selamat atas keberhasilan = আপনার সাফল্যে অভিনন্দন!
😃 Selamat bertunang! = বিবাহ বাগদানের জন্য অভিনন্দন!
😃 Selamat mendapat biasiswa! = বৃত্তি পাওয়ায় অভিনন্দন!
😃 Selamat berbahagia atas pernikahan anda. = আপনার শুভ বিবাহে  অভিনন্দন!
😃 Selamat atas kelahiran putera anda. = অভিনন্দন আপনাকে ছেলে জন্ম দিয়েছেন!
😃 Selamat atas kelahiran puteri anda. = অভিনন্দন আপনাকে মেয়ে জন্ম দিয়েছেন!
😃 Selamat berbahagia untuk anda. = আপনার জন্য অভিনন্দন রইল!
😃Selamat berbahagia atas mendapat tugas kerja baru. = নতুন চাকরী পাওয়ায় আপনাকে অভিনন্দন! 


* Malay Language  &  Bengali Language *  

Malay to Bengali Dictionary:
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।

বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।

আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay


No comments:

Post a Comment

Malayvasha-Quiz-001

Malayvasha-Quiz-001 Locations আসুন স্থান সংক্রান্ত কয়েকটি শব্দ অনুশীলন করি Bengkel factory workshop bathroom storeroom Makmal p...