মালয় ভাষার শব্দ উচ্চারণ - প্রথম ধাপ
বাংলাদেশীদের জন্যে মালয় ভাষা শিখা তুলনামুলকভাবে সহজ তার প্রথম কারন মালয় ভাষার অনেক শব্দের সাথে বাংলা ভাষার শব্দ সমূহের খুব মিল আছে। তবে অর্থ এক হলেও উচ্চারণে ক্ষেত্রে একটু বা অনেকটুকু পার্থক্য আছে। তাই উচ্চারণের উপর বিশেষ নজর দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি। নীচে একটু ভিডিও সংযোজন করা হল, যদিও ভিডিওটি ইংরেজী ভাষায়, যাদের ইংরেজীতে সামান্য দক্ষতা আছে তাদের জন্যে বুঝতে কোন সমস্যা হবে না। ভবিষ্যতে আমরা বাংলায় এ ধরেনের ভিডিও আপলোড করার ইচ্ছা রাখছি।
কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।
No comments:
Post a Comment