![]() |
ফন - ফোন |
উচ্চারণঃ ফন;
অর্থঃ ১. ফোন; ২. লিপি;ইংরেজীঃ 1. phone; 2. font;
সংশ্লিষ্ট শব্দঃ
- telefon = টেলিফোন;
- telefonis = টেলিফোন অপারেটর;
- fon = ফন্ট (কম্পিউটার);
- menelefon = টেলিফোন করা;
উদাহরণঃ
# Telephone awam = পাবলিক ফোন;
# Telephone bimbit = মোবাইল ফোন;
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment