![]() |
ব্ল্যাস |
উচ্চারণঃ ব্ল্যাস;
অর্থঃ ১. দশের ঘরের; ১ থেকে ৯ এর পরে বসে এগার থেকে ১৯ পর্যন্ত গননা করতে ব্যবহৃত হয়; একদশ...
2. কৃপা; সমবেদনা;
ইংরেজীঃ 1. suffix for counting the number from 11 to 19.
2. pity; compassion;
সংশ্লিষ্ট শব্দঃ
- sebelas = এগার;
- kesebelas = একাদশ;
# dua belas = বার; (*বাংলায় যেমন: একদশ দুই = বার)
# tiga belas = তের; (*একদশ তিন = তের)
# empat belas = চৌদ্দ;
# lima belas = পনের;
# enam belas = ষোল;
# tujuh belas = সতের;
# lapan belas = আঠার;
# sembilan belas = উনিশ;
# belasan tahun = কিশোর/কিশোরী; (তের বৎসর হইতে উনিশ বৎসর পর্যন্ত বয়স)
# Fatima seorang gadis belasan tahun.
# ফাতিমা একটি কিশোরী মেয়ে;
* Malay Language // Bengali Language *
Malay to Bengali Dictionary:
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment