![]() |
আওয়াল - শুরু |
উচ্চারণঃ আওয়াল;
অর্থঃ শীঘ্র; গোড়ার দিকে; শুরুতেই; শুরু; আরম্ভ;
ইংরেজীঃ early; beginning;
সংশ্লিষ্ট শব্দঃ
- lebih awal = পূর্বে; যথা সময়ের আগে; আগে;
- berawalkan = ~দিয়ে শুরু করতে/করা;
- mengawalkan = এগিয়ে আনা;
- terawal = সবচেয়ে আগে; নিকটতম; বহু প্রাচীন;
- awalan = উপসর্গ; প্রারম্ভে স্থাপন করা;
# Dia bangun awal setiap pagi.
# সে প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে;
* Malay Language // Bengali Language *
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment