![]() |
আনাক - সন্তান |
অর্থঃ শিশু; সন্তান; পুত্র-কন্যা;
ইংরেজীঃ child;
সংশ্লিষ্ট শব্দঃ
- anak lelaki = পুত্রসন্তান;
- anak perempuan = কন্যাসন্তান;
- anak saudara = ভাতিজা-ভাতিজি / ভাগীনা-ভাগ্নী;
- anak tunggal = একমাত্র সন্তান;
- anak dara = কুমারী; সতী;
- anak kapal = জাহাজের খালাসি;
- anak mata = চোখের মনি;
- anak patung = পুতুল;
- anak tangga = সিঁড়ির ধাপ;
- anak yatim = এতিম;
- beranak = সন্তান জন্ম দেয়া;
- keanak-anakan = শিশুসুলভ;
- peranakan = মিশ্র-রক্ত; শংকর;
- anak-anak = পুতুলনাচের পুতুল;
- anak tiri = সৎ সন্তান;
- menganaktirikan = অবজ্ঞা করা; অবহেলা করা;
# Anakku = আমার সন্তান; নিজের সন্তান;
# Anakmu = তোমার/আপনার সন্তান;
#Anaknya = সন্তানের; সন্তানটার; শিশুর; শিশুটার;
* Malay Language & Bengali Language *
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment