মূল শব্দঃ Abung
উচ্চারণঃ আবুং;অর্থঃ ১. জাম্বুরা; ২. মালয়েশিয়ার একটি উপজাতির নাম আবুং;
ইংরেজীঃ pomelo;
নোটঃ
- ১. জাম্বুরাকে সাধারনত 'limau bali' বলে। কোন কোন স্থানে জাম্বুরা এবং বাতাবি লেবুকে 'আবুং' বলে তবে খুবই অপ্রচলিত একট শব্দ।
- ২. আবুং নামে একটা উপজাতি আছে মালয়েশিয়ায় যারা মুলত সুমাত্রা থেকে আগত, মালয়েশিয়াতে তাদেরকে আবুং বলা হলেও, সুমাত্রাতে তাদেরকে লাম্পুং বলে, অধিবাসীদের অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারী।
#
* Malay Language // Bengali Language *
Malay to Bengali Dictionary:
এই অনলাইন অভিধানটি সম্পাদনা করতে আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছি, যথাসম্ভব চেষ্টা করছি সঠিক ও নির্ভুলভাবে সব তথ্য উপস্থাপনা করতে।
বাংলাভাষাভাষী যারা মালয় ভাষা ভালো করে জানেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই সাইটে কোন ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তবে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দ্রুততার সাথে তা শুধরে নেব।
আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ফেইসবুক পেইজের মাধ্যমেঃ
আসুন মালয় ভাষা শিখি - Let's Learn Malay
No comments:
Post a Comment